সম্প্রতি গাজীপুরের ম্যাক্স ভেলী ভবানীপুরে দৃশ্য ধারণ হয়েছে দর্শকপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমনের ‘চিতাশাল’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিও। রাজ কামাল এর কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন, সংগীত আয়োজন করেছেন রেমো বিপ্লব। এতে মডেল হয়েছেন দেব দীপ ও নুপুর। এটি পরিচালনা করেছেন রাজ কামাল।
রাজা কামাল বলেন, সুমন ভাইয়ের গায়কী অসাধারণ। এরইমধ্যে তার গান শ্রোতাদের কাছে জায়গা করে নিয়েছে। গানের কথার সাথে মিল রেখে দারুণ কিছু লোকেশনে গানের শুটিং করেছি। খুব শীঘ্রই গানটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আশা করছি দর্শক গান ও মিউজিক ভিডিও পছন্দ করবে।
Leave a Reply