নায়িকা হওয়ার আগে মিউজিক ভিডিও করলেও, পরবর্তী সময়ে অপু বিশ্বাসকে আর মিউজিক ভিডিওতে দেখা যায়নি। অবশেষে প্রায় দেড় যুগ অপেক্ষার পর আবার মিউজিক ভিডিওতে দেখা যাবে অপু বিশ্বাসকে। শিমুল মাহমুদের পরিচালনায় ২২ নভেম্বর থেকে কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গানটির শুটিং করবেন তিনি। শাহনাজ পারভীনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আলমগীর।
অপু বিশ্বাস বলেন, আমার আদর্শ মাননীয় প্রধানমন্ত্রী। তাঁকে নিয়ে তৈরি হওয়া গানটির মডেল হতে পারব ভেবে নিজেকে ধন্য মনে করছি। এমন সুযোগ বারবার আসে না। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ এমন একটি গানে আমাকে মডেল হিসেবে পছন্দ করার জন্য। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
গত মাসে মা শেফালী বিশ্বাসের মৃত্যুর পর অনেক দিন দেশের বাড়ি বগুড়ায় ছিলেন অপু বিশ্বাস। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’-এর শুটিংয়ের কথা থাকলেও পরিচালক বন্ধন বিশ্বাসকে অনুরোধ করে সেটি পিছিয়ে দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে ‘ছায়াবৃক্ষ’ শেষ করে এই মিউজিক ভিডিওতে অংশ নেবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাটি।
Leave a Reply