অভিনেতা কাকা মাসুদ। শুরুটা মঞ্চ নাটক দিয়ে। বর্তমানে সমানতালে কাজ করছেন বিজ্ঞাপনে। নাটক ও টেলিফিল্মে আগ্রহ থাকা সত্ত্বেও তুলনামূলক কম দেখা যায়। নাটকের চেয়ে বিজ্ঞাপনে কাজ করেন বেশি। সম্প্রতি কাকা মাসুদ নতুন দুটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। আনোয়ার সিমেন্ট শীট ও এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। এ বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন আরিফুল ইসলাম ও অনম বিশ্বাস। শীঘ্রই বিজ্ঞাপন দুটি প্রচার শুরু হবে। নিয়মিত বিজ্ঞাপনে কাজ করছেন মাসুদ। এ পর্যন্ত ২৭টির বেশি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তারমধ্যে রয়েছে রবি, বাংলালিংক, ওয়ালটন, ফ্রেশ সিমেন্ট, পাঠাও, নগদ, প্রাণ, ব্র্যাক বিজ্ঞাপন সহ সচেতনামূলক কিছু ডকুমেন্টারি।
মাসুদ বলেন, ‘নাটকে কাজের আগ্রহ থাকলেও কেউ আমাকে নিতে আগ্রহ দেখায় না কিন্তু কেন জানি না। অথচ বিজ্ঞাপনে সবাই নিয়ে কাজ করছেন। দেশের নামিদামি সব বিজ্ঞাপন চিত্রে কাজ করছি। নাটকে নিয়মিত কাজ করতে চাই। সামনে আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজের কথা হচ্ছে যা চলতি মাসেই শুরু হবে।’
Leave a Reply