না ফেরার দেশে চলে গেলেন কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক রাকিব আহমেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৬টায় ৩০ মিনিটে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জুমা বায়তুল কুদ্দুস জামে মসজিদে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
গত বেশ কিছুদিন যাবত তিনি ফুসফুসের সমস্যা নিয়ে মুগদা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু একদিন পরই গভীর রাতে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে দ্রুত পিজি হাসপাতালে স্থানাতর করা হয়। রাকিব আহমেদ দেশের অন্যতম প্রাচীন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন মিউজিক এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমন্ট এর প্রতিষ্ঠাতা সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী এক বার্তায় শোক প্রকাশ করেছেন। এবং ক্রাউন মিউজিক ও জমজমাট ম্যাগাজিন শোক প্রকাশ করেছে।
Leave a Reply