অভিনেতা শামীম হাসান সরকার। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ম্যাঙ্গো স্কোয়াড নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাত্রা শুরু করা ইউটিউবার শামীম হাসান সরকার আজ তাই সময়ের জনপ্রিয় অভিনেতার নাম। সম্প্রতি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলার পয়েন্ট সিজন থ্রি’ থেকে বাদ পড়েছেন তিনি। তার বিচ্ছেদ অনেকেই মেনে নিতে পারছে না। তবে শামীম সব রকম বির্তক এড়িয়ে চলতে চান। সিদ্ধান্ত নিয়েছেন সব রকম ধারাবাহিক নাটক থেকে বিরতি নেয়ার।
শামীম হাসান সরকার বলেন, ‘আর কোনো ধারাবাহিকে অভিনয় করবো না। এ নাটকগুলোতে অনেক সময় দিতে হয়। যার ফলে অনেক নির্মাতার কাজগুলো পছন্দ হলেও করতে পারি না। তাছাড়া ধারাবাহিক করতে গেলে একটি চরিত্রের মধ্যে আটকে থাকতে হয়। আমি বৈচিত্রময় কাজ করতে চাই। আশা করছি দর্শক বিষয়টি ইতিবাচকভাবে নেবেন। সব সময় ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও ভালোবাসবেন। তাদের জন্যই ম্যাঙ্গো স্কোয়াড থেকে আমি আজকের অভিনেতা শামীম হয়েছি।’
Leave a Reply