ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মীম। এরইমধ্যে বেশকিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ঢাকাই চলচ্চিত্রের পাশাপাশি কলকাতায়ও তিনি বেশ পরিচিত। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ২০০৮ সালে ‘আমার আছে জল’ ছবিতে দারুণ অভিনয় করার পর থেকেই আলোচনায় উঠে আসেন মীম। এরপর এ অভিনেত্রী বাণিজ্যিক ছবির নায়িকা হয়ে আরও সফলতা পান। পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ নামের ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার পরই মীমের লিপে ‘কি জাদু করেছো বলো না’ শিরোনামের গানটি বাংলা ছবির দর্শকদের মুখে মুখে ছিল। নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়-নৈপুণ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন মীম। আজ মীমের জন্মদিন। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনটি কীভাবে উদযাপন করছেন মীম?
উত্তরে এ তারকা জানান, ‘জন্মদিনে পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি। আর সবাই যখন জন্মদিনের শুভেচ্ছা দেন, সেটা খুব উপভোগ করি। তবে এবার করোনার কারণে আরো ছোট পরিসরে পালন করছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। মাঝখানে করোনার কারণে শুটিং বন্ধ থাকার পর সম্প্রতি আবারো কাজে ফিরেছেন মীম। মুক্তির অপেক্ষায় রয়েছে তার রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ এবং একই নির্মাতার পরিচালনায় ‘ইত্তেফাক’ ছবি দুটি। ‘পরান’ ছবিতে মীমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ এবং ‘ইত্তেফাক’ সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ।
Leave a Reply