ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। নাটক ও ওয়েব সিরিজ ঘিরেই তাঁর ব্যস্ততা। সম্প্রতি একটি একক নাটকে কাজ করেছেন তিনি। ‘ফুল ও ভুল’ শিরোনামের একটি নাটকে কাজ করেছেন। তাঁর সহশিল্পী হিসেবে আছেন শানারেই দেবী শানু। দীর্ঘ বিরতি শেষে এ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে আসেন শানু। নাটকটি রচনা করেছেন মানস পাল ও পরিচালনা করেছেন গোলাম হাবিব। সম্প্রতি রাজধানীর কয়েকটি লোকেশনে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, গল্পপ্রধান একটি নাটক। বর্তমান নাটক থেকে কিছুটা ব্যতিক্রম। নাটকটি দেখে দর্শক বিনোদিত হবে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
Leave a Reply