নব্বই দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শিল্পী সহপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার শিল্পীসহ তার স্বামী ও দুই সন্তানের করোনা রিপোর্ট করলে ফলাফল পজিটিভ আসে। করোনায় আক্রান্তর খবর নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, গতকাল রবিবার করোনা টেস্ট করলে শিল্পী আপার সহপরিবার ফলাফল পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে তারা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। সবাই দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।
১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে ‘প্রিয়জন’ নামের একটি ছবি করেছিলেন শিল্পী। ছবিটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। শিল্পীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুটো হলো ‘প্রেমের নাম বেদনা’ এবং ‘সুজন বন্ধু’।
Leave a Reply