সময়ের আলোচিত তরুণ কণ্ঠশিল্পী ঐশী। পুরোনাম ফাতেমা তুজ জোহরা। ইতোমধ্যে সে নিজস্ব গায়কী দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। সংগীত সমালোচকদের নিকটও বেশ জনপ্রিয় ঐশী। ২০১২ সালে সংগীতে আত্মপ্রকাশ ঘটে ঐশীর। তাঁর প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। বিভিন্ন ধরনের গান করলেও লোকগান গেয়ে দর্শক মনে ঠাঁই করে নেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ এবার পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাসুদ পথিকের ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া’ শিরোনামের গানে কণ্ঠ দেওয়ার জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে যৌথভাবে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ঐশী ও মমতাজ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। পুরস্কার প্রাপ্তির খবর শুনে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন ঐশী।
তিনি বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা আমার পরিবারের মানুষদের প্রতি যারা সর্বক্ষণ আমাকে স্নেহের ছত্রছায়ায় রেখে আমাকে শ্রেষ্ঠ সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি পুরস্কার একজন শিল্পীর জন্যে যেমন অনুপ্রেরণার, ঠিক তেমনি অনেক ভারী। দায়িত্বের ভারটা অনেক অনেক বেড়ে যায়। আর সেই জায়গায় সেটা যদি কোনো রাষ্ট্রীয় সম্মান হয় তাহলে দায়িত্বের জায়গাটা আরো বড় হয়ে যায়। জুরিবোর্ডকে শ্রদ্ধা জানাই আপনারা আমাকে যোগ্য মনে করেছেন বলেই আমি এই অর্জনের দ্বারপ্রান্তে পৌছাতে পেরেছি। সঠিক এবং সৎ বিচার না হলে হয়তো এই পাওনা হতো না। তথ্য মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা আমাকে যোগ্য বিবেচনা করার জন্য।’
ঐশী বলেন, ‘চলচ্চিত্রের গান গাওয়া প্রত্যেকটি শিল্পীর জন্য স্বপ্ন। সেই জায়গায় সব সময় চেষ্টা করেছি মন দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গানের লেখক মাসুদ পথিক ভাইকে। চমৎকার গানটি লিখে আমাকে গাইবার সু্যোগ দিয়েছেন এবং ইমন চৌধুরী ভাইয়া এত সুন্দর সুর-সংগীত করে আমাকে দিয়ে গানের অনুভুতিটুকু বের করে এনেছেন গায়কীর মাধ্যমে। পুরো সিনেমার টিমকে ধন্যবাদ জানাই। ‘মায়া: দ্যা লস্ট মাদার’ সিনেমার পরিচালক মাসুদ পথিক ভাইকে ধন্যবাদ ও যারা গানটি প্রকাশের পর থেকে শুনেছেন এবং গানটাকে আপন করে নিয়েছেন। সেই সকল শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা-ভালোবাসা! আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা আমাকে তৈরি হতে পাশে থাকার জন্য। ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকলকে কৃতজ্ঞতা আমার পথ চলার শুরু থেকে আপনাদেরকে পাশে পেয়েছি। সবশেষ তাদেরকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা- যারা আমার পথ চলার শুরু থেকে আমাকে আগলে রেখে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন এই ভার বহন করে সামনে এগিয়ে যেতে পারি।’
Leave a Reply