‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’-এ ‘রবিবার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, এই উৎসবে বিদেশি চলচ্চিত্র বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার আমাকে দেওয়া হয়েছে। এত এত সিনেমা আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এলো, তার সিংহভাগ অবদানই অতনুদার। এই চলচ্চিত্র উৎসবে ‘রবিবার’ সিনেমাটি মোট দুটি পুরস্কার লাভ করেছে। অন্যটি হলো সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন এ চলচ্চিত্রের পরিচালক অতনু ঘোষ।
জয়া আরও বলেন, এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা। রবিবারের সব শিল্পী আর কুশলীকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। টালিউডের ছবি ‘রবিবার’ গেলো বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায়। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও জয়া আহসান। এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন তারা।
Leave a Reply