শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
Uncategorized

শ্রেষ্ঠ লোকগীতি শিল্পী হলেন সায়েরা রেজা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডে সেরা ফোক সিঙ্গারের পুরস্কার পেলেন আমেরিকা প্রবাসী সংগীতশিল্পী সায়েরা রেজা। অনুরুপ আইচের লেখা গানের কথা হলো ‘দোষ দেবো না’। সঙ্গীত পরিচালক হলেন জেকে মসলিস। এমন অর্জনে আনন্দিত সায়েরা রেজা। দেশ বিদেশের শুভাকাঙ্খীদের শুভেচ্ছা বন্যায় এখন ভাসছেন তিনি। সায়েরা রেজা বলেন, ‘মর্যাদাপূর্ণ এ সম্মান আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। বিচারকম-লী এবং চ্যানেল আই কর্র্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।’

এই শিল্পীর পুরো নাম সায়েরা সুলতানা রেজা। সংগীত জগতে পরিচিতি সায়েরা রেজা নামেই। সংগীত ক্যারিয়ার প্রায় ৩০ বছরের। ১০ বছর বয়স থেকেই গানে হাতেখড়ি কিংবদন্তী শিল্পী নীনা হামিদ, পিলু মমতাজ এবং ওস্তাদ সমীর চক্রবর্তীর কাছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আব্বাস উদ্দিন একাডেমি ও দিনা লায়লা মিউজিক একাডেমি থেকে। রপ্ত করেছেন উচ্চাঙ্গ, লালন, রবীন্দ্র, আধুনিক, ফোক, সুফী, পপসহ সংগীতের নানা শাখা। বাংলাদেশ বেতার, বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছাড়াও চলচ্চিত্রেও নিয়মিত প্লেব্যাক করে থাকেন তিনি। ভার্সেটাইল এ শিল্পীর কণ্ঠে রয়েছে অন্যরকম মাদকতা। তার এই অসাধারণ সুরেলা কণ্ঠ দিয়েই জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়।

দীর্ঘ প্রবাস জীবনের চাকচিক্যে থেকেও বাংলার মা, মাটি মানুষকে ভুলে যাননি। নিয়োজিত রয়েছেন বাংলা গানের মূল শেকড় নিয়ে। আমেরিকায় নিজ ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তার হোম থিয়েটার স্টডিও। যেখানে গানের আসর বসে মাঝে মধ্যেই। যেখানে আমন্ত্রিত হন নানা শ্রেনীর নামিদামি মানুষ। এক উন্মাতালে আবহে তিনি গেয়ে চলেন তার হৃদয় নিংড়ানো সব গান। তার আবেগী গান শোনে মাঝে মধ্যে চোখের জল মুছতে মুছতে বাসায় ফেরেন অনেকেই। আমেরিকার বাঙালি কমিউনিটিতে তিনি সবার প্রিয় একজন হয়ে উঠেছেন অনেক আগেই। আমেরিকা বাসীর কাছেও একজন পছন্দের শিল্পী তিনি।

লন্ডন, বার্মিংহাম, সুইনডন, ব্রিগটন, প্যারিস, ব্রাসেলস, ব্যাঙ্কক, ফ্লোরিডা, নিউইয়র্ক, নিউজার্সিসহ যেখানেই তিনি স্টেটজ পারফর্ম করেন সেখানেই প্রিয় একজন হয়ে উঠেন। ভক্তরা প্রশংসার তীব্র তীর ছুড়েন সায়েরা রেজার প্রতি। তারা তাকে তুলনা করেছেন ফ্রান্সের প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত এডিথ পিয়াফের সঙ্গে। তার মতোই গানকে ধ্যান-জ্ঞান করে সংগীতের সাথে মিশে আছেন তিনি। সায়েরা রেজার একমাত্র স্বপ্ন বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা। কারণ, তিনি মনে করেন বাংলার মতো এত শেকড় সন্ধানী গান পৃথিবীর খুব কম দেশেই আছে।

বাংলাদেশসহ পুরো বিশ্বে মিক্সড ছাড়াও তিনটি গানের অ্যালবাম রয়েছে সায়েরা রেজার। এরমধ্যে অগ্নিবীনার ব্যানারে ‘সুখের অমিল’, লেজার ভিশনের ব্যানারে ‘এক নিশিথে’ এবং গানচিলের ব্যানারে ‘আরবান ফোক’ অন্যতম। কমনজেন্ডার ছবিতে তার গাওয়া ‘ওরে সোনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ইউটিউবসহ সোস্যাল মিডিয়ায় সায়েরা রেজার গানের ভিউয়ার্স কয়েক কোটি। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ধার ধারিনা, হলুদিয়া পাখি, ওরে সোনা, বাড়ির কাছে আরশীনগর, মান ভাঙ্গাবো বন্ধুরে আজ, তুই যদি আমার হইতিরে, না না না তা হবে না, এক নিশিথে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না এবং মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাব ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ