ধীরপায়ে শীত নেমেছে রাজধানী সহ সারা দেশে। গ্রামে সোনালী আভায় জমছে কুয়াশা। বদলে যাওয়া প্রকৃতিতে দেখা মিলছে ঘাসের ডগায় শিশির কণা, খেজুর গাছে রসের হাড়ি, আর ভাপাপিঠার আয়োজন। শীতের আগমনে ফ্যাশনে চলে এসেছে অনেক বৈচিত্র। প্রকৃতির রং স্বাভাবিক উষ্ণতা দেখা দিলেও পোশাক রঙে উৎফুল্ল থাকে। শীতকে সামনে রেখে অনেক ফ্যাশন হাউস নিয়ে এসেছে তাদের বৈচিত্র্যময় পোশাক এবং আকর্ষণীয় ডিজাইনে শীতের হুডি ও জ্যাকেট।
তাই ‘এ কর্টেজ’ ফ্যাশন হাউজ তাদের নিজস্ব ডিজাইনে কিছু পোশাকে নিয়ে এসেছে বাজারে। আকর্ষণীয় ডিজাইন এবং ভাল মানের কিছু কাপড় নিয়ে তারা ইতিমধ্যে অনলাইন বাজারজাত করেছে। কর্টেজের ফ্যাশন হাউজের কর্ণধার বৃষ্টি রহমান বলেন, অন্যান্য মৌসুমের থেকে এবার পোশাকে ভিন্নতা এসেছে। শীতে মানুষ ফ্যাশনেবল একটু বেশি করে থাকে তাই আমাদের ফ্যাশন হাউসে কাপড়ের রং এ কিছুটা ভিন্নতা রাখা হয়েছে।
Leave a Reply