শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
Uncategorized

মা হচ্ছেন না নেহা কাক্কর

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

কয়েক মাস ধরেই একের পর এক ঘটনায় গণমাধ্যমের শিরোনামে নেহা। গান, প্রেম, মিউজিক ভিডিও, বিয়ে, হানিমুন, বিগ বস, দ্য কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল খবর থেকে নামছেনই না নেহা। পত্রিকার পাতা বা অনলাইন আর কেউ থাকুক বা না থাকুক, নেহা আছেনই। শুক্রবার সকালে বলিউডের সংগীত তারকা নেহা কাক্কর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে নেহা আর নেহার জীবনসঙ্গী রোহানপ্রিত সিং। নেহা দুহাত দিয়ে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। আর তাকে ধরে আছেন রোহান। ক্যাপশনে লিখেছেন, আমার খেয়াল রেখো। নেহার এ ছবির মন্তব্যের ঘরে রোহানও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ভোলেননি। লিখেছেন, অবশ্যই, এখন তো আরও বেশি খেয়াল রাখতেই হবে।

শুক্রবার এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাথা চুলকেছে গোটা বলিউড থেকে সাধারণ মানুষ। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন নেহা এবং রোহনপ্রীত। মা হচ্ছেন না নেহা। গানের প্রমোশনের জন্য বেবি বাম্প নিয়ে স্বামী রোহনপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। নবদম্পতির সোশ্যাল মিডিয়া পেজ এমন গল্পই বলছে। কিছু ক্ষণ আগে নেহা এবং রোহনপ্রীত আবারও সেই একই ছবি পোস্ট করেন। কিন্তু এ বার তা আর নেহাতই ছবি নয়। বরং তা সামনে এল তাঁদের নতুন গানের পোস্টার হয়ে। গানের নাম ‘খেয়াল রকখা কর’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ