ছোটপর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সারা বছর নাটক নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। শিরোনাম ‘দ্বিতীয় সূচনা’। এতে মেহজাবীনের বিপরীতে রয়েছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নিশো এবং মেহজাবীনকে এখানে দম্পতির চরিত্রে দেখা যাবে যারা ৮ বছর ধরে সংসার করছে। তারা বিয়ে করেছিলেন প্রেম করে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
নাটকটি নিয়ে মেহজাবীন বলেন, ‘হঠাৎ করে যদি আপনি একদিন অনুভব করেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে আর ভালোবাসেন না, তখন ব্যাপারটা কেমন হবে? হয়তো ভালোবাসাটা একদিনে চলে যায়নি, একটু একটু করে সুতো ছিঁড়তে ছিঁড়তে এক সময় ঘুড়ি হারিয়ে গিয়েছে। তারপরও পুরো ব্যাপারটা ভয়াবহ রকমের হৃদয়-বিদারক। এরকমই একটা দর্শনের জায়গা থেকে নির্মাণ করা হয়েছে নাটক দ্বিতীয় সূচনা। শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।’
Leave a Reply