জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খান। সর্বশেষ তার গাওয়া ‘যদি একদিন’ ছবির ‘লক্ষ্মীসোনা’ গানটি ব্যাপক সাড়া ফেলে। এরপর আর গানে দেখা যায়নি তাকে। মাঝখানে লম্বা বিরতি। দুই বছর ছিলেন না নতুন গানে। সম্প্রতি অভিনেতা মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবির একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। ‘মনে থাকে মনের মানুষ’ শিরোনামে গানটি লিখেছেন মীর সাব্বির। গানের সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজেই। এদিকে প্রথমবারের মতো গান লিখেছেন হৃদয় খান। ‘ভাবনা’ শিরোনামে গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন ক্লোজআপ তারকা লিজা। সম্প্রতি হৃদয় খানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
হৃদয় খানের গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরু কিশোর বয়সে। তাঁর দাদা ছিলেন গানের ওস্তাদ। বসার ঘরে ছেলে মেয়েদের নিয়মিত গান শেখাতেন। সেই পথ ধরে বাবা রিপন খানও হলেন সংগীতশিল্পী। ২০০৮ সালে লেজার ভিশন থেকে ‘হৃদয় মিক্স’ বাজারে আসে। সেই অ্যালবামের কয়েকটি গান তাঁকে দ্রুত পরিচিতি দেয়। এরপর তাঁর আরো কয়েকটি অ্যালবাম বের হয়। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় গায়ক হৃদয় খান। অল্প সময়ের মধ্যে গান গেয়ে লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই গায়ক।
Leave a Reply