নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। দীর্ঘ দিন ধরে নির্মাণের সাথে জড়িত। এরইমধ্যে বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণ করে নিজের মুন্সিয়ানা জানান দিয়েছেন। বর্তমানে বেশ কিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আজ ইমনের জন্মদিন। জন্মদিন ঘিরে পরিকল্পনা না থাকলেও পরিবারের সাথে গ্রামের বাড়ি একান্ত সময় পার করছেন।
ইমন বলেন, প্রতিটি মানুষের জীবনে জন্মদিন একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর এ বিশেষ দিনটি একান্ত ভাবে কাটানো হয়। যদিও প্রতি বছর পরিবার নিয়ে ঘুরতে বের হতাম তবে করোনার কারণে এ বছর বের হচ্ছি না। গ্রামের বাড়ি পরিবার নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করছি। সবাই আমার ও পরিবারের জন্য দোয়া করবেন। সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
Leave a Reply