ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। একক নাটকের চেয়ে তাকে ধারাবাহিক নাটকে বেশি দেখা যায়। যদিও সংখ্যায় কম। প্রথম ছবি ‘মনপুরা’ দিয়ে বাজিমাত করেন মিলি। তারপর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। ছোটপর্দা ঘিরেই তার সকল ব্যস্ততা। চলতি বছর মিলি দুটি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে প্রশংসা পান। বছরের শেষ প্রান্তে এসেও জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করলেন। তৌহিদ মিতুলের নির্দেশানায় এবার তিনি ই-পাসপোর্টের ব্যাপারে জনগণকে আহ্বান জানাবেন। এরইমধ্যে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ হয়েছে।
এ প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘একজন শিল্পীর অনেক দায়িত্ব। শুধু অভিনয় করেই আমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। শিল্পী হিসেবে সমাজের প্রতি, দেশের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে বিজ্ঞাপনটি করা। আশা করছি সবার ভালো লাগবে।’
Leave a Reply