হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী। তার অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এই অভিনেতাকে চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে। জানা গেছে, তিন দিন আগে রাত ৮টার দিকে পান খেয়ে হঠাৎ প্রচণ্ড ঘামতে থাকেন এ অভিনেতা। এরপর তাঁর বুকে ব্যথা শুরু হয়। বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে এই অভিনেতাকে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও আমির সিরাজীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
আমির সিরাজী যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে তিনি ঢাকায় আসেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাঁর অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’।
Leave a Reply