সম্প্রতি ঢাকার অদূরে বিরুলিয়া গোলাপ গ্রাম ও তুরাগ নদীর পারে দৃশ্য ধারণ হয়েছে মিউজিক ভিডিও ‘ভুইলা গেলি কেমন করে’। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব চৌধুরী। ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রানা সিদ্দিক।
মেহেদী হাসান বলেন, ‘অনেক দিন আগেই গানটিতে কন্ঠ দিয়েছিলাম। এর আগেও আমার বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আগের গান গুলোর তুলনায় এই ভিডিওটি নিয়ে খুবই আশাবাদী। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
গ্রামীণ গল্প নির্ভর মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন নীল মিত্র ও পাপিয়া। মিউজিক ভিডিওটিতে ডিওপি হিসেবে কাজ করেছেন সোহাগ শাহরিয়ার। ড্রোন পরিচালনায় ছিলেন আবির। বৈশাখী এন্টারটেইনমেন্ট’র ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি খুব শীঘ্রই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে।
Leave a Reply