দীর্ঘ বিরতি ভেঙে ২০১৮ সালের জুলাই মাসে প্রয়াত নায়ক মান্নার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র ঘোষণা দেন নতুন সিনেমা নির্মাণের। সে বছর মহরতের মাধ্যমে শুরু হয় এ প্রযোজনা প্রতিষ্ঠানের নবম চলচ্চিত্র ‘জ্যাম’। সিনেমাটিতে মূল জুটি হিসেবে দেখা যাবে আরিফিন শুভ ও পূর্ণিমাকে। ফেরদৌস ও ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় সিনেমাটির কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্পাদনার টেবিলে ‘জ্যাম’ সিনেমাটি। আগামী কোরবানির ঈদে সিনেমাটির মুক্তিকে টার্গেট করে সম্পাদনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কৃতাঞ্জলি চলচ্চিত্রের কর্ণধার প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।
নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী থেকে লুটতরাজ, লাল বাদশা, আমি জেল থেকে বলছি, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই, পিতা মাতার আমানতসহ বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র নির্মিত হয়েছে। মান্নার মৃত্যুর পর থেমে যায় নতুন ছবির কাজ। সবশেষ ২০১৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া জায়েদ খান প্রযোজিত ‘অন্তর জ্বালা’র পরিবেশনা করে প্রতিষ্ঠানটি।
Leave a Reply