নাট্যদল ‘অনুস্বর’ প্রযোজিত নতুন নাটক ‘মূল্য অমূল্য’। আজ শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায় এবং রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। অভিনয় করবেন মোহাম্মদ বারী, ডালিয়া ফেরদৌস বাণী, ফরিদা লিমা, মেরিনা মিতু, সাইফ সুমন, এস. আর সম্পদ, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী প্রমুখ।
নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আবহ সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা, দৃশ্যশিল্প ও পোস্টার পরিকল্পনায় শাহীনুর রহমান, আলোক নিয়ন্ত্রণে অনীক রহমান, শব্দ নিয়ন্ত্রণে সরকার জামান, আবির সায়েম এবং রূপসজ্জায় রয়েছেন জনি সেন। এছাড়া মিলনায়তন ব্যবস্থাপক পিয়ার মোহাম্মদ, মঞ্চ ব্যবস্থাপক এস. আর সম্পদ, সহকারি মঞ্চ ব্যবস্থাপক মাজেদুল মিঠু, প্রযোজনা অধিকর্তা প্রশান্ত হালদার।
Leave a Reply