করোনা মহামারিতে নাকাল জনজীবন। বিধ্বস্ত ঢাকাই সিনেমা। করোনা ভাইরাস সৃষ্ট মহামারিতে স্থবির জনজীবনে সবচেয়ে বিপদে আছেন চলচ্চিত্রের মানুষ। অনেকেই কাজ হারিয়ে বেকার আছেন। অনেকে বাধ্য হয়ে পেশা বদল করেছেন। সিনেমার কাজ না থাকায় চলচ্চিত্র নির্মাতা শামীমুল ইসলাম শামীম কৃষি কাজে নিজেকে নিয়োজিত করেছেন। ক্যামেরা রেখে হাতে তুলে নিয়েছেন লাঙল। শামীমের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। এছাড়া তিনি নাটক-টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মাণ করছেন। করোনার কারণে চলচ্চিত্রে মন্দা হাওয়া বইতে শুরু করলে তিনি কৃষি কাজ শুরু করেন। এজন্য তিনি আপাতত গ্রামেই থাকছেন। তবে অভাবের তাড়নায় নয়, শখ পূরণ করতেই নিজের জমিতে কৃষি কাজ করছেন এ নির্মাতা। পাশাপাশি জানিয়েছেন, সিনেমার ভালো কাজ পেলে ফিরে আসবেন পুরনো পেশায়।
এ প্রসঙ্গে শামীমুল ইসলাম শামীম বলেন, ‘আমার পেশা নাটক, সিনেমা নির্মাণ হলেও কৃষি কাজ, গবাদি পশু পালন ও ফলের বাগান করা আমার শখ। গ্রামে ৭ বিঘা জমির উপর বিভিন্ন কৃষিজাত ফসলের পাশাপাশি ফলের বাগান করেছি। দেশের এমন কোনো ফল নেই যা আমার বাগানে নেই। ভবিষ্যতে গরু ও হাঁসের খামার করার পরিকল্পনা আছে। নিজের জমিতে ধান লাগানোর অন্য রকম আনন্দ। আমি বেশ উপভোগ করি। ভালো লাগে এই কাজগুলো করতে। আশা করি আগামী বছর ভালো ফলন হবে যা থেকে ভালো উপার্জনের সম্ভাবনা রয়েছে। দোয়া করবেন সবাই।’
Leave a Reply