জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন এ নায়ক। দেশের বেশ কয়েকটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রার্থীদের পক্ষে তাদের দলীয় নেতাকর্মীর পাশাপাশি আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা প্রচারে অংশ নিচ্ছেন। আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে সাইমনের কাকা নৌকার প্রার্থী তার পক্ষে প্রচারে নেমেছেন তিনি। কিশোরগঞ্জের বিভিন্ন অলিগলিতে ঘুরে লিফলেট বিতরণ ও ভোট চাইছেন এ নায়ক। এছাড়া সভায়ও অংশ নিচ্ছেন।
সাইমন সাদিক বলেন, ‘কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ আছি। আমার কলিজার শহর কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচন চলছে। এতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী পারভেজ কাকার পক্ষে প্রচার করছি। মেয়র হিসেবে নৌকার মাঝি পারভেজ কাকাকেই চাই। ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই।’
এরইমধ্যে সাইমন শেষ করেছেন মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘কাজের ছেলে’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ও কমল সরকারের ‘দায়মুক্তি’ সিনেমার কাজ। সম্প্রতি সাইমন প্রথমবারের মতো কাজ করলেন একটি বিজ্ঞাপন চিত্রে।
Leave a Reply