বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Uncategorized

রুপকথার এক অনন্য গল্প ‘কাজল রেখা’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

মৈমনসিংহ গীতিকার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে রূপকথা ‘কাজল রেখা’ পালা। একসময় যাত্রাপালা কিংবা বইয়ের পাতায় উঠে এসেছে এই কল্পকাহিনীটি। এবারও প্রথমবারের মতো এটি আসছে ছোট পর্দায়, দীর্ঘ ধারাবাহিক রূপে। শনিবার (১৬ জানুয়ারি) রাতে ধারাবাহিক ‘কাজল রেখা’ নির্মাণ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর তেজকুনি পাড়া এলাকায় অবস্থিত দীপ্ত টেলিভিশনের শুটিং ফ্লোরে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির পরিচালক, অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টরা।

ব্ল্যাক এন্ড হোয়াইট প্রোডাকশন এর ব্যানারে কাজল রেখা নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও সর্বাধুনিক ভিএফএক্স ও গ্রাফিক্সের উপর ভিত্তি করে নির্মিত নাটক এটিই প্রথম। অমিতাভ ভট্টাচার্য এর নাট্যরূপে এই নাটকটি পরিচালনা করছেন ভিন্নধর্মী নাট্য নির্মাতা এস এম সালাহ উদ্দিন।

নাটকটি নিয়ে নির্মাতা এস এম সালাহ উদ্দিন বলেন, ‘আমাদের বাংলার লোক সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চেষ্ঠা করছি সকলে মিলে ভালো একটি কাজ করার জন্য। আমাদের দেশের দর্শকদের ভালো একটি গল্প উপহার দেয়ার জন্য। এ কাজের মাধ্যমে একদিন হয়তো সিন্দাবাদ, সিনড্রেলা বা আলাদীনের মতো কাজল রেখার নামও সারা দুনিয়ার মানুষ চিনবে বলে আমার বিশ্বাস।’

এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন মারিয়া ফারিয়া উপমা। তিনি বলেন, ‘প্রত্যেক শিল্পীর একটি স্বপ্নের চরিত্র থাকে, আমি খুব কম সময়ে তেমন একটি চরিত্র পেয়ে গেছি। সেজন্য আমি পুলকিত। পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন শিল্পী বেঁচে থাকেন তার চরিত্রের মধ্যে দিয়ে। আমি আশাবাদী এই চরিত্রটি দর্শক পছন্দ করবে।’

কাজল রেখা ধারাবাহিকটির প্রযোজক কাজী রিটন এ বিষয়ে বলেন, ‘কাজল রেখা মূলত আমাদের বাংলা সংস্কৃতিত একটি অংশ। এক সময় আমাদের দেশের জনপ্রিয় একটি যাত্রা পালা ছিলো কাজল রেখা। সূচ রাজা ও কাজল রেখার ভালোবাসার টানাপোড়েন এর গল্পটা আজও আমাদের স্মৃতির পাতায় অম্লান। এমন একটি গল্প নিয়ে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। আমি একজন প্রযোজক হিসেবে এ নিয়ে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত। আশা করছি খুব ভালো মানের একটি প্রোডাকশন আমরা শিগগিরই সবাইকে উপহার দিতে পারবো। বাংলাদেশের পাশাপাশি বিদেশেও এটি প্রচারের চিন্তা রয়েছে।’

কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এ নাটকের শিল্পীরা। নাটক সংশ্লিষ্টরা ‘কাজল রেখা’ নিয়ে উচ্ছ্বসিত। তারা মনে করছেন আমাদের দেশের নাটকের দর্শক কলকাতা মুখী হয়েছেন। তবে ‘কাজল রেখা’ সেই হারানে দর্শক এই সিরিয়ালের মাধ্যমে বাংলা নাটক মুখী করবে। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মেমি, সৈয়দ শুভ্র, অবিদ রেহান, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শুভেচ্ছা রহমান, সুবর্না মজুমদার, মোমেনা চৌধুরী, ঝুনা চৌধুরী, শাখাওয়াত শিমুল, এন কে মাসুক, দোয়েল, কোহিনুর আলম, সৈয়দা শিলা এবং একটি গুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এছাড়াও একঝাঁক নতুন মুখ অভিনয় করছেন। নির্মাতা সূত্রে জানা গেছে খুব শিগগিরই নাটকটি দেশের একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ