প্রেম প্রণয় ও বিচ্ছেদের মিশেলে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে বিগ বাজেটের এ মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ হয়েছে। কাজী শাহীনের কথায় রবিন ইসলামের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন জাহাঙ্গীর কবির। এতে মডেল হয়েছে শিল্পী জাহাঙ্গীর কবির, চিত্রনায়িকা নিঝুম রুবিনা, চিত্রনায়ক সাদমান সামীর ও আমিরা নূর মুসকান। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। আগামী বৃহষ্পতিবার (২৮ জানুয়ারি) আরএসএল মিডিয়া প্রোডাকশনে ‘নিঠুর বন্ধুরে’ মুক্তি পাবে।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, ‘ভালবাসা আর বিচ্ছেদের গল্প উঠে এসেছে এই মিউজিক্যাল ফিল্মে। কথার সাথে মিল রেখে গানের মাধ্যমে একটি গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি ‘নিঠুর বন্ধুরে’ সবার ভালো লাগবে।’
প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তিন দিনে এর দৃশ্য ধারণ হয়েছে। এটিকে মিউজিক্যাল ফিল্ম বলতে নারাজ তিনি। তার ভাষায় এটি একটি সিনেমা। সে রকম আয়োজনেই এটি নির্মিত হয়েছে। সবার ভালো লাগলেই আমাদের কষ্ঠ সার্থক হবে।
Leave a Reply