ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি দুর্বল হয়ে পড়েন। পরবর্তীতে তিনি বিনোদনপাড়ায় নাম লেখান। ২০০৮ সালে ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর একের পর এক নাটকে অভিনয় করতে থাকেন। তবে সালাউদ্দিন লাভলুর ‘রঙের মানুষ’ নাটকে রাখালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। সাবলীল অভিনয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আ খ ম হাসান বছর জুড়ে নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন। একক নাটকের চেয়ে ধারাবাহিক নাটকে বেশি দেখা যায় তাকে। তার সমসাময়িক অনেকে চলচ্চিত্রে অভিনয় করছেন। কিন্তু তিনি এক যুগ ধরে চলচ্চিত্র অভিনয়ে নেই।
অবশেষে লম্বা বিরতি ভেঙ্গে ফিরছেন তিনি। ‘কানামাছি’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন অঞ্জন আইচ। মাঝে চলচ্চিত্রের প্রস্তাব পেলেও গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় দেখা যায়নি তাকে। তবে এ ছবির গল্প ও চরিত্র পছন্দ হয়েছে বলে অভিনয় করছেন তিনি। হাসান বলেন, লম্বা বিরতি শেষে চলচ্চিত্রে অভিনয় করছি। এতোদিন ভালো একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম। ‘কানামাছি’ সিনেমার চরিত্রটি দারুণ। নতুন ভাবে দর্শকরা আমাকে দেখতে পাবে।
Leave a Reply