ছোটপর্দার অভিনেত্রী হুমাইরা হিমু। ২০০৬ সালে ‘ছায়াবীথি’ নাটকের মাধ্যমে প্রথম অভিনয় করেন। একই বছর একটি সিরিয়াল নাটকে অভিনয় করেন। এরপরে তিনি ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করতে থাকেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর নাটকে তিনি নিয়মিত অভিনয় করেন। মাঝে মাকে হারিয়ে খানিকটা বিরতি নিয়েছিলেন। মা হারানোর শোক কাটিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন হিমু। প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বাকের খনি’র শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকটি রচনা করেছেন মীর সাব্বির এবং পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। নতুন ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’ এ কাজ করার মধ্য দিয়ে তিনি কাজে ফিরেন। এদিকে হিমু অপেক্ষায় আছেন দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির।
‘বাকের খনি’ ধারাবাহিকে কাজ করা প্রসঙ্গে হিমু গণমাধ্যমকে বলেন, ‘শুটিংয়ে এসে আম্মুকে খুব মিস করেছি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আগে মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম, আম্মু ফোন করল কি না। ঠিকমতো লোকেশনে পৌঁছেছি কি না, দুপুরের খাবার খেয়েছি কি না, আরও কত কী। কিন্তু এখন আর আম্মুর ফোন আসে না। মাকে হারানোর বেদনা যে কতটা কঠিন, কতটা কষ্টের, সেটা যে তার মাকে হারিয়েছে সেই বুঝে। আর কারও বুঝার উপায় নেই। যাই হোক কাজ তো করতে হবে, মনকে শক্ত করেই কাজে ফিরেছি। বাকের খনিতে আমার চরিত্রটি খুব চমৎকার। এখন থেকে অভিনয়ে নিয়মিতই থাকার চেষ্টা করব।’
Leave a Reply