গত সপ্তাহে মুক্তি হওয়া দুটি গান দিয়ে দারুণ ভাবে আলোচিত হয়েছেন গায়ক সোহেল মেহেদী। গান দুটির শিরোনাম ‘পাখি’ ও ‘বিশ্বসুন্দরী’। ‘পাখি’ গানটি নিয়ে শিল্পী সোহেল মেহেদী অনেক আশাবাদী ছিলেন। গানটি প্রকাশ পাওয়ার তার সেই আশার প্রতিফলন ঘটেছে বলে তিনি জানান। ইউটিউবে পাখি গানটি সিলিয়া মিউজিক শ্যাডোতে এবং বিশ্বসুন্দরী গানটি আস্থা মিউজিকে মুক্তি পেয়েছে। সম্প্রতি ‘টোকাই’ নামের একটি চলচ্চিত্রের গানেও মেহেদী কন্ঠ দিয়েছেন বলে জানান।
সোহেল মেহেদী বলেন, ‘পাখি’ গানটি নিয়ে আলোচনা হয় লকডাউনের সময়। স্পেন প্রবাসী ছোট ভাই ফয়সাল আহমেদ গান পাগল একটা ছেলে। ও আমাকে এই গানটি পাঠিয়ে বলে ভাই এই গানটি আপনি গাইলে আমি খুব খুশি হবো। তখন গানটি অন্য রকম ছিলো। আমি কথা ও সুর কিছুটা পরিবর্তন করে আমার মত করে সাজাই। তখন দেখি ভালো লাগছে। তারপর তরুনের কাছে কম্পোজিশন করতে দেই। কম্পোজ করার পর গানের পুরো কালারই চেঞ্জ হয়ে যায়। এরপর মাহমুদুল হাসান মামুনের ভিডিওগ্রাফিতে গানটিতে অন্য মাত্রা যোগ করেছে। গানটি সবার ভালো লাগায় সত্যিই আমি আনন্দিত।
Leave a Reply