নুসরাত ইমরোজ তিশা। ছোট ও বড়পর্দায় সমান জনপ্রিয়। দেড় দশকের ক্যারিয়ার দিয়ে যেমন জয় করেছেন দর্শক মন তেমন হাতে উঠেছে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুই মাধ্যমেই সমান পদচারণ তার। তিশার শুরুটা গানে হলেও থিতু হয়েছেন অভিনয়। দেড় যুগের ক্যারিয়ার দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বহুবার। সম্প্রতি শেষ করেছেন ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমার শূটিং। তিশা জানান, প্রীতিলতা সারা জাগানো একটি চরিত্র। একশত বছর আগের একটি চরিত্রে অভিনয় করেছি। নায়িকা নন নিজেকে একজন ভালো অভিনেত্রী করতে চান তিশা। সাথে হতে চান একজন ভালো মানুষও।
এই অভিনেত্রী এখন শুধু সিনেমা নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। একের পর এক তিনি টানা শুটিং করছেন।। হাতে রয়েছে ‘রক্তজবা’ ও ‘বঙ্গবন্ধু’। এখন ব্যস্ততা তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক নির্মিতব্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং নিয়ে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার ভূমিকায় অভিনয় করছেন তিশা।
এ অভিনেত্রী বলেন, ‘প্রতিটি ছবি থেকে শিক্ষা নেই। নিজেকে বারবার ভাঙতে চেষ্টা করি।’ মুক্তির অপেক্ষায় তিশা অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটি। তিশা অভিনীত মুক্তির প্রায় সাড়ে তিন বছর পর জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ‘ডুব’ সিনেমাটি মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্সে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) থেকে প্ল্যাটফরমটিতে দেখা যাচ্ছে সিনেমাটি।
Leave a Reply