ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়ক। সম্প্রতি বাপ্পীর এক মিলিয়ন ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে বলে জানা গেছে। বাপ্পীর পেজ থেকে উল্টাপাল্টা বিষয় পোস্ট করা হচ্ছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি।
বাপ্পী জানিয়েছেন, তার ফেসবুক পেজ উদ্ধারের কাজ চলছে। বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি। এর আগেও হ্যাকারদের কবলে পড়েছিল বাপ্পীর ফেসবুক অ্যাকউন্ড, গ্রুপ ও পেজ। সে সময় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও পুজা চেরির ফেসবুক আইডি হ্যাকড হয়।
Leave a Reply