চ্যানেল আইয়ের আলোচিত রিয়েলিটি শো মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা? এর প্রথম রানারআপ সাজ্জাদ হোসেনকে এবার দেখা যাবে নাটকে। সম্প্রতি ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেন তিনি। নাটকের নাম ‘দি ফাস্ট বয়’। সাইফুর রহমান কাজলের রচনায় এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।
দি ফাস্ট বয় প্রসঙ্গে সাজ্জাদ হোসেন বলেন, ‘গল্পের ফাস্ট বয় সকাল চরিত্রে আমাকে দেখা যাবে। মূলত একজন ফাস্ট বয় কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প, যে কখনও সেকেন্ড হয়নি। এর গল্পে দর্শক রোমান্টিকতার ছোঁয়া পাবে। ভালোবাসাতে যে রেসপেক্ট কেয়ার থাকে সে বিষয়টি সুন্দরভাবে গল্পে তুলে ধরা হয়েছে। এখানে নিজের চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবে।’
সাজ্জাদ আরও বলেন, ‘বিউ শুভ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। সে অনেক অভিজ্ঞ নির্মাতা। তার সাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। এতে আমার কো-আটিস্ট হিসেবে রয়েছে সৌমি।’
শুরুটা হওয়ার কথা ছিলো বড়পর্দা দিয়ে, কিন্ত ছোটপর্দা দিয়ে অভিষেক হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ বলেন, ‘বড়পর্দায়ই সব সময় কাজ করবো। তবে আমার পরিকল্পনা রয়েছে প্রতি বছর স্পেশাল দিবসগুলোতে ভিন্নধর্মী কোন কাজের মাধ্যমে নিজেকে উপস্থাপনা করা। মূলত এ ভাবনা থেকেই এ কাজটি করলাম।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে বাস প্রোডাকশন এর ইউটিউব চ্যানেল এবং এটিএন বাংলায় নাটকটি প্রচার করা হবে।
Leave a Reply