ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মাঝে ফেসবুকে বেশ সরব ছিলেন এ নায়িকা। ভক্তদের সাথে প্রতিনিয়ত নিজের কাজের আপডেট শেয়ার করতেন। কিন্তু হঠাৎ করে গত বছরের সেপ্টেম্বরে তার ব্যবহৃত ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যায়। দীর্ঘ চার মাস পর অবশেষে ফেসবুক আইডি ফেরত পেলেন তিনি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, গত বছরের সেপ্টেম্বরে আইডিটি হুট করেই ডিজেবল হয়ে যায়। এরপর আমার পেইজটিই শুধু ব্যবহার করেছি। অবশেষে বহু প্রতীক্ষার পর আইডিটি ফেরত পেলাম। এখন থেকে ফের আমার ভক্ত ও পরিচিতজনরা ফেইসবুকে নিয়মিত পাবে।
অপু বিশ্বাস অভিনীত মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ও ‘প্রিয় কমলা’ সিনেমা দুটি। নির্মাণাধীন বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অপুর ‘প্রিয় কমলা’ সিনেমাটি মুক্তি পাবে। এ ছবিতে অপুর বিপরীতে রয়েছেন বাপ্পী চৌধুরী।
Leave a Reply