শোবিজের তরুণ টেলেন্ট মডেল ও অভিনেত্রী তুরিন ইসলাম। তার শুরুটা ২০১৪ সালে টেলিফিল্ম ‘অধ্যায় চার গোলযোগ’ দিয়ে। এরপর কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রে। মাঝে পড়াশোনার জন্য চার বছরের বিরতি। ২০১৮ সালে আবারও নতুন করে নিজেকে মিডিয়ার সামনে নিয়ে আসেন। অংশ নেন বিউটি কন্টেস্ট রিয়েলিটি শো কালচার অ্যান্ড টুরিজ্যম-এ। সেখানেও তিনি তার মেধার স্বাক্ষর রেখে চলছিলেন কিন্তু মায়ের অসুস্থতার তাকে টপ-১৫ পর্যন্ত থাকতে হয়। অপেক্ষায় আছেন বড়পর্দায় অভিষেক হওয়ার। এরই মধ্যে তিনি ‘মেপআপ’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তুরিন ইসলাম বলেন, মিডিয়াতে ২০১৪ সালে শুরু করলেও আমার পড়াশোনার জন্য বিরতি নেই। ২০১৮ সালে এসে পুরোদমে কাজ শুরু করেছি। এরমধ্যে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি। ওয়েব সিরিজ ‘দ্য পিস’-এ কাজ করেছি। টিভিসি,ওভিসিতে নিয়মিত কাজ করছি। পাশাপাশি বিলবোর্ড মডেল হিসেবে ফটোশুটে অংশ নিচ্ছি। আমার মূল লক্ষ সিনেমায় অভিনয় করা। নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এরই মধ্যে কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু গল্প, চরিত্র ও নির্মাতা দেখে কাজ করবো। অচিরেই কিছু কাজের খবর সবাইকে জানাতে পারবো। চলচ্চিত্র, ওয়েব সিরিজ,নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করতে চাই। শোবিজের সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই।
Leave a Reply