বিয়ে করছেন সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। গতকাল সোমবার নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে তার গায়ে হলুদ। আগামীকাল বুধবার নিশিতার বিয়ে। নিশিতার হবু বরের নাম দীপংকর বড়ুয়া। তিনি ন্যাশনাল ব্যাংকে কর্মরত আছেন। চার বছরের পরিচয় দীপংকর ও নিশিতার। গত বছরই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। নতুন স্বাভাবিক অবস্থায় এবার বিয়ে করছেন নিশিতা।
রাজধানীর মেরুল বাড্ডায় তাইকিং চায়নিজ রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল নিশিতার গায়ে হলুদের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা। এ তালিকায় রয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান, প্রতীক হাসান, মুহিন, খান, কিশোর দাস, লিজা প্রমুখ। নিশিতা ছোটবেলা থেকেই গানের সাথে জড়িত। গানে হাতেখড়ি তার কাকু সুমির বড়ুয়া তপুর কাছে৷ এরপর কুমিল্লায়ই শ্রাবণী সাহার কাছে চার বছর বয়স থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত তালিম নিয়েছেন৷ পরে চট্টগ্রামে ওস্তাদ মিহির লালার কাছে বেশ কয়েক বছর গানে তালিম নেন তিনি৷ ২০০৬ সালে ক্লোজ-আপ ওয়ানে মঞ্চ মাতান, জয় করেন দর্শকদের হৃদয়৷
Leave a Reply