জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন তারা। গান নিয়েই বেলাল গানের ব্যস্ততা। পড়শী মাঝে গানে অনিয়মিত ছিলেন তবে চলতি বছর থেকে গানে ফের ব্যস্ত হয়েছেন। জানিয়েছেন এ বছর গানেই ব্যস্ত থাকবেন তিনি। একক গানের পাশপাশিষ সিনেমার গানে তাকে পাওয়া যাবে। অন্যদিকে বেলাল খান একক গানের পাশপাশি সিনেমার গান নিয়ে ব্যস্ত আছেন। তারই ধারাবাহিকতায় তারা জাফর আল মামুনের পরিচালনায় নির্মিত ‘এক পশলা বৃষ্টি’ সিনেমার একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন।
গত ২১ ফেব্রুয়ারি রাতে ‘আকাশ ছোয়া’ শিরোনামের গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আশিক বন্ধুর কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন টিটন। সিনেমাটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘এই গানের কথা ও সুর দারুণ। গানটির জন্য সিনেমাটি দেখতে অনেক দর্শক প্রেক্ষাগৃহে যাবেন বলে আমার বিশ্বাস। ‘আকাশ ছোঁয়া’ নিয়ে অনেক আশাবাদী। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং জনপ্রিয়তা পাবে।’
Leave a Reply