জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন একটি সিনেমায় নাম লেখালেন তিনি। ‘আর্তনাদ’ নামে এ সিনেমাটি পরিচালনা করবেন গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে দীর্ঘ আট বছর পর রাজুর সিনেমায় নাম লেখালেন সাইমন।
সাইমন সাদিক বলেন, ‘ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম কবে আমার ওস্তাদের সঙ্গে আবার সিনেমায় কাজ করার সুযোগ পাব! অবশেষে সেই আর্তনাদের অবসান হলো ‘আর্তনাদ’ চলচ্চিত্রের মাধ্যমে। আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যারের চলচ্চিত্রে দীর্ঘ ৮ বছর পর চুক্তিবদ্ধ হলাম। আলহামদুলিল্লাহ! আর সেটা সম্ভব হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার জন্য। আমার উপর আস্থা রাখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মো. সেলিম খান সাহেবের কাছে।
বর্তমানে সাইমনের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে শাহীন সুমনের ‘গ্যাংষ্টার’, শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, মনতাজুর রহমান আকবরের ‘কাজের ছেলে’ ও কমল সরকারের ‘দায়মুক্তি’।
Leave a Reply