মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বড়পর্দার জন্য ছেড়েছেন ছোটপর্দা। কাজের সংখ্যা কমিয়ে মনোযোগ দিয়েছেন মানে। সম্প্রতি স্পর্শিয়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাম ‘এ পারফেক্ট মার্ডার’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক আশ্বাস এম এ চৌধুরী। স্পর্শিয়ার সঙ্গে বিশেষ চরিত্রে আছেন মাহাদী হাসান।
শুক্রবার ফিল্মকাস্টের ফেসবুক পেজে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির টিজার প্রকাশ করা হয়। টিজারে স্পর্শিয়াকে বোরকা পরিহিত অবস্থায় পিস্তল হাতে দেখা যায়। জানা গেছে, এতে অর্চিতা স্পর্শিয়াকে একদম ভিন্ন একটি রূপে দেখা যাবে। বাংলাদেশে সাধারণত নায়িকা বলতে যে ইমেজটি চোখে ভাসে তা থেকে বের হয়ে এসেছেন তিনি। অন্যদিকে অর্চিতা স্পর্শিয়া বলেছেন, এই চরিত্রটি একদমই অন্যরকম। বাংলাদেশের সাধারণ এক নারী, যারা কর্মক্ষেত্রে প্রায়ই হয়রানির শিকার হয় তেমনই একটি চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
Leave a Reply