না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ফারজানা আক্তার বিথি। বৃহস্পতিবার দিবাগত রাত ৩: ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর উত্তরা ৯ নাম্বার সেক্টর জামে মসজিতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা জিদান সরকার।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। হঠাৎ করে শারীরিক অবস্থা খারাপ হলে মারা যান। তার এক মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। এক ছেলে সহকারী পরিচালক। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দিনকাল, গহর বাদশা বানেছা পরী, নাগনর্তকী, ক্যাপ্টেন মারুফ প্রমুখ।
Leave a Reply