সজল ও তমা মির্জা একটি টেলিছবিতে অভিনয় করেছেন। নাম ‘লাইভ আর্টিস্ট’। এর রচনা ও পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। নির্মাতা সানজিদ খান প্রিন্স জানিয়েছেন এই টেলিছবিতে সজল অভিনয় করেছেন ফাহিম চরিত্রে এবং তমা অভিনয় করেছেন ফারিয়া চরিত্রে। টেলিছবিতে প্রথমবার সজল ও তমা মির্জা একসঙ্গে অভিনয় করলেন। তমা মির্জা বলেন, ‘সজল ভাইয়ার সঙ্গে এর আগে স্টেজ শো’তে পারফর্ম করেছি। কিন্তু টেলিছবিতে এবারই প্রথম। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময়ই আমার চরিত্রটির ব্যাপারে খুবই সিরিয়াস থাকি। “লাইভ আর্টিস্ট” কমেডি ঘরানার টেলিছবি। আমি আশা রাখছি যে টেলিছবিটি দর্শকের ভালো লাগবে।’
এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘লাইভ আর্টিস্ট এই সময়ের গল্পের টেলিছবি। এতে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে তমা, যিনি হালের জনপ্রিয় ও ব্যস্ত লাইভ আর্টিস্ট। “লাইভ আর্টিস্ট”এ আমরা দুজনেই চেষ্টা করেছি গল্পটাকে ফুটিয়ে তুলতে। ধন্যাদ সানজিদ খান প্রিন্সকে এমন সমসাময়িক একটি গল্প লেখার জন্য এবং নির্মাণের জন্য। আশা করছি টেলিছবিটি ভালো লাগবে দর্শকের।’ প্রিন্স জানান, লাইভ আর্টিস্ট’ শিঘ্রই মাঝদুপুরের টেলিছবি হিসেবে চ্যানেল আইতে প্রচার হবে।
Leave a Reply