বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের কথা। কেউ কেউ তাকে ডাকেন ঢালিউড কিং নামে। আজ (২৮ মার্চ) তার জন্মদিন। কিং খানের জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।
বাংলা সিনেমার সিংহাসনে এক যুগেরও বেশি সময় ধরে রাজার আসনে বসে আছেন তিনি। দিয়েছেন দর্শকদের অনেক জনপ্রিয় ছবি। চলচ্চচিত্র প্রযোজক ও নির্মাতাদের আস্থার প্রতীক তিনি। যার ছবি মানেই হল ভর্তি দর্শক।
শাকিব খান এখন পাবনা রত্নদ্বীপ রিসোর্টে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন। সেখানে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দুটি হাতি ও ব্যান্ডপার্টির আয়োজন করেন এ সিনেমার প্রযোজক সোহানী হোসেন। সমগ্র রিসোর্টে আলোকসজ্জা ও শাকিবের ব্যানারে মুড়িয়ে ফেলা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন তিনি। শুধু তাই নয়, সু-স্বাদু খাবার রান্না করেও শাকিবকে খাওয়ান সোহানী হোসেন।
জন্মদিনে শাকিব খান বলেন, আমার ভক্তরা নিজ উদ্যোগে জন্মদিন পালন করেন। এবারো তাই করছেন। বিষয়টি দেখে এতটাই ভালো লাগে যে, আবেগপ্রবণ হয়ে পড়ি। আমাকে সরাসরি না দেখেও আমার জন্য তারা এই কাজটি করে থাকেন। বিষয়গুলো দেখে চোখ ভিজে যায়।
শাকিব খান অভিনীত ছবির মধ্যে অন্যতম- ফুল নেবনা অশ্রু নেব, সবার উপরে প্রেম, নয়ন ভরা জল, কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদীমা, ১ টাকার বউ, সন্তান আমার অহংকার, প্রিয়া আমার প্রিয়া, আমার প্রাণের প্রিয়া, কোটি টাকার প্রেম, মাটির ঠিকানা, কিং খান, মনের জ্বালা, আদরের জামাই, বস নাম্বার ওয়ান, টাইগার নাম্বার ওয়ান, ঢাকা টু বোম্বে, ফুল এন্ড ফাইনাল, নিষ্পাপ মুন্না, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, দেবদাস, মাই নেম ইজ খান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি, হিরো দ্য সুপারস্টার, সত্ত্বা, শিকারি, রানা পাগলা দ্য ম্যান্টাল, চালবাজ, ভাইজান এলো রে, সম্রাট, বসগিরি ইত্যাদি।
Leave a Reply