খ্যাতিমান নাট্য নির্মাতা ও চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ৫ এপ্রিল। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন । তিনি বলেন, পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি ৫ এপ্রিল। কাল (৮ এপ্রিল) চেস্টের সিটি স্ক্যান করাবো। এরপর চিকিৎসক যা বলেন তাই করতে হবে।
চয়নিকা বলেন, আমি প্রস্তুত ছিলাম এই সময়টার জন্য। আমি অলওয়েজ ফাইটার। ফাইট করেই আমি প্রতিটা কাজ জয় করেছি। এবারও ফাইট করবো। সৃষ্টিকর্তার সহযোগিতা, সবার দোয়ায় এবারও জয় হবে আমার। আমার ভয় নেই।
গেল ক’দিন ধরে করোনাক্রান্ত আবুল হায়াত, গাজী রাকায়েত, আফসানা মিমি। এরমধ্যে গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আবুল হায়াত। তিনি এখনও পজিটিভ। অন্যদিকে আফসানা মিমি নেগেটিভ ফলের অপেক্ষায় এখনও অবস্থান করছেন হাসপাতালে। তবে দুজনের শারীরিক অবস্থা এখন বেশ স্বাভাবিক বলেই খবর মিলেছে।
Leave a Reply