শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
Uncategorized

মারা গেছেন একুশে পদক প্রাপ্ত, দেশ বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব এস এম মহসিন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

আজ রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসিনের ছোট ছেলে রেজওয়ান মহসিন।

এস এম মহসিনের ছোট ছেলে জানান, তার বাবা (এসএম মহসিন) জানাজা হবে বাদ আছর পরীবাগ জামে মসজিদ। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রবীণ অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এসএম মহসীনের করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে গত (৫ এপ্রিল) ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে প্রথম ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউতে ছিলেন কিছুদিন ভর্তি। পরিস্থিতি আরও অবনতি হলে তাকে ৭ এপ্রিল রাতে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়।তার ফুসফুসের সংক্রমণটা বেশি ছিল।

উল্লেখ্য, এস এম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন। ‘পদক্ষেপ’ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ