বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের ইভেন্ট এবং প্রোগাম হেড, বিশিষ্ট বিনোদন সাংবাদিক কামরুজ্জামান বাবু করোনায় আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে তার স্ত্রী রুমানা ইসলাম, তাদের দুই কন্যা সন্তান প্রিমা ও প্রাপ্তি এবং বাসার কাজের সহকারী লতাও করোনা পজিটিভ। কামরুজ্জামান বাবু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান বাবুর সঙ্গে কথা বলে জানা গেছে, গেলো সপ্তাহে তাদের করোনা টেস্ট পজিটিভ আসে। তবে বাবুর মা এবং তার ছোট মেয়ে করোনা আক্রান্ত হননি। বাবু জানান, তাদের শারীরিক অবস্থা এখনও স্বাভাবিক আছে। দ্রুত তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিরপুর পল্লবীর নিজ বাসায় থেকে বাবু এবং তার পরিবারের করোনা আক্রান্ত অন্য সদস্যরা চিকিৎসা গ্রহণ করছেন।
Leave a Reply