মাইমশিল্পী নিথর মাহবুব এবার ঈদ ধারাবাহিকে বাস্তব পেশায় দেখা যাবে সাংবাদিক নিথর মাহবুবকে। নাটকের একটি চরিত্রের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। টিভি নাটকে অভিনয় করলেও তার আরও একটি গুরুত্বপূর্ণ পরিচয় তিনি দেশের একজন বিশিষ্ট মূকাভিনয়শিল্পী। এই প্রথম স্ব-ভূমিকায় অর্থাৎ সাংবাদিকের ভূমিকায় অভিনয় করলেন বলে জানিয়েছেন তিনি। আগামী ঈদে বৈশাখী টিভিতে প্রচারের জন্য নির্মিত এ নাটকটির নাম ‘আমার বউ সেলিব্রিটি’।
টিপু আলম মিলনের গল্পভাবনায় সাত পর্বের ধারাবাহিক নাটকটির রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। নাটকে সিমলার বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। নাটকে আরও অভিনয় করেছেন মারুফ, নীলা, শাহীন খান, শামীম, তমাল, কামরুল বাহার, ড্যানিরাজ, অনন্য অনু, মুন প্রমুখ। সম্প্রতি বিএফডিসি, আফতাবনগর ও ঢাকার রামপুরায় নাটকের শুটিং শেষ হয়।
এ প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, অত্যন্ত বাজে সময় যাচ্ছে। এখনতো মঞ্চে পারফর্ম করতে পারছিনা তাই টিভি নাটকে সময় দিচ্ছি। চরিত্রটা যেহেতু আমার বাস্তব পেশার সঙ্গে মেলে, তাই করলাম ।
Leave a Reply