নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা বশির। কণ্ঠশিল্পী কাজী শুভর সঙ্গে ‘মনটা চিন চিন’ শিরোনামে এক গানের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন। এবার ঈদ উপলক্ষে নতুন একটি গানের ভিডিও নিয়ে আসবেন দর্শকের সামনে। তার আগে ফ্যানেদের জন্যে নতুন চমক নিয়ে আসছেন তিনি। কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী এস ডি বর্মন এর কভার সং করছেন সাবরিনা। এতে রিমিউজিক করছে শিমন আহমেদ। গানটির শিরোনাম ‘বর্ণে গন্ধে’। এই গানটি লিখেছিলেন মিরা দেব বর্মন। গানটি ভিডিও আকারে প্রকাশ পাবে। গানটির ভিডিও নির্মান করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
কভার সং নিয়ে অনুভূতি জানতে চাইলে সাবরিনা বলেন, আমার একক কভার সং এটা। খুবই ভালো লাগছে। ‘বর্ণে গন্ধে’ এই গানটি অনেক পুরনো। পুরনো গানটিকে নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর এর মাধ্যমে লিজেন্ড এস ডি বর্মনকে সম্মান জানিয়েছি। দর্শকদের উদ্দেশে বলেন, গানটি প্রকাশের পর আপনাদের ভালো ও মন্দ লাগার কথা জানান। আমি চেষ্টা করব গানের মাধ্যমে আপনাদের মনের তৃষ্ণা মেটানোর। যদি ভালো লাগে তাহলে একে একে আরো পুরানো গান রিলিজ দিবো। আশা করি এই গানটি সবার ভালো লাগবে।
সাবরিনা আরো বলেন, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এস বি এন্টারটেইনমেন্ট ব্যানারে প্রকাশ পাবে আগামী ২৪ এপ্রিল শনিবার।
Leave a Reply