ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হবে সাথী খানের গানের নতুন মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘বনমালী তুমি’। কাজী শাহিনের কথাতে গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রোহান বেলাল। গানটিতে মডেল হয়েছেন প্রজন্মের অন্যতম ব্যস্ততম মডেল সামান্তা শিমু।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী সাথী খান বলেন, ঈদের আয়োজনে গানটি প্রকাশ পাবে। গানটির কথা, সূর ও সঙ্গীতায়োজন চমৎকার হয়েছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। সামান্তা শিমু বলেন, গানটিতে কাজ করে ভীষণভালো লাগছে। কারন গানটি গেয়েছেন আমার আপন বড়বোন সাথী খান ।আপুর সাথে এর আগেও আমার কাজ হয়েছে। গানটিতে মডেল হিসেবে সামান্তা শিমুর বিপরীতে কাজ করেছেন ইমরোজ। আশা করি গানটি সবার ভাল লাগবে। গানটি ঈদে উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
Leave a Reply