জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। নিয়মিত কাজ করে যাচ্ছেন নাটক ও ছবিতে। দুই মাধ্যমেই সমান ব্যস্ততা যাচ্ছে তার। ঈদের কিছুদিন পরই তিনি নাটকের অভিনয় শুরু করেন। এবার একটি সরকারি তথ্যচিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। বিষমুক্ত কৃষিপণ্য ব্যবহারে মানুষদের উৎসাহিত করার জন্যই এ তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। ৩১ মে মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি লোকেশনে তথ্যচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।
শাহেদ বলেন, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে বেশ ভালো লাগে। সে কারণেই এ ধরনের কাজ করার উৎসাহ পাই। তাছাড়া এর শুটিং করার জন্য রাজধানীর কৃত্রিম পরিবেশ থেকে বের হয়ে গ্রামের নির্মল প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ হওয়ায়ও বেশ ভালো লাগছে। তথ্যচিত্রটি অল্প সময়ের মধ্যেই টিভিতে প্রচার শুরু হবে।
এদিকে শাহেদ আগামী ঈদের বিশেষ নাটকের অভিনয় শুরু করেছেন এরই মধ্যে। তার অভিনীত একমাত্র ধারাবাহিক নাটক ‘রূপালী জোছনায়’-এর শুটিং শেষ করেছেন কিছুদিন আগে। গত ঈদের আগে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। ৩ জুন থেকে এটির ডাবিংয়ের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া রিয়াজুল রিজুর পরিচালনায় ‘ব্ল্যাক লাইট’ নামের একটি ছবির কাজও হাতে রয়েছে তার।
Leave a Reply