জমজমাট প্রতিবেদক
রোমান্টিক থ্রিলার ধর্মী ‘মুনাফিক’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক।
সম্প্রতি সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন। এটিই নির্মাতার প্রথম সিনেমা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির সম্ভবনা রয়েছে।
ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে নির্মাতা ইভান মল্লিক বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে আমি আশাবাদী।
এতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান এবং চিত্রনায়িকা কেয়া, কাজী হায়াত, রেজা হাসমত, আফফান মিতুল, মামুন খান, জারা, জ্যাকি আলমগীর, উত্তম অধিকারী, আইরিন অধিকারী, সীমান্ত এবং ইভান মল্লিকসহ আরো অনেকেই।
Leave a Reply