শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
Uncategorized

‘প্রেম প্রীতির বন্ধন’-এ যুক্ত হলেন শাহনূর

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঈদ যেতে না যেতেই গেলো ১৭ মে থেকে মহরতের মধ্যদিয়ে শুটিং শুরু হয় নতুন সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’র কাজ। সিনেমা’তে নায়ক-নায়িকা’সহ অন্যান্য আরো যারা অভিনয় করছেন তারা প্রত্যেকেই কাজ শুরু করে দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য সিনেমাটির পরিচালক বেশ কয়েকজন অভিনেত্রী’র সঙ্গে মিটিং-ও করেন। কিন্তু কী কারণে ব্যাটে বলে হচ্ছিলো না তা শুধূ পরিচালকই জানেন। শেষমেষ ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাতে সেই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে অভিনয়ের জন্য যুক্ত হলেন চিত্রনায়িকা শাহনূর। গেলো ৩০ মে থেকে শাহনূর এই সিনেমার কাজ শুরু করেছেন। সিনেমাটি নির্মাণ করছেন সোলায়মান আলী।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘আজ থেকে চার বছর আগে একই পরিচালকের ‘প্রেম প্রীতি ভালোবাসা’ সিনেমায় আমি অভিনয় শুরু করি। বেশকিছুদিন কাজ করার পর সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। এতোদিন পর একই পরিচালক নতুন সিনেমার কাজ শুরু করেছেন। নানান মাধ্যমে জানতে পেরেছিলাম যে ‘প্রেম প্রীতি ভালোবাস ‘ এখন ‘প্রেম প্রীতির বন্ধন’ হয়ে গেছে। কিন্তু এই সিনেমাতেও যে আমার অভিনয় করতে হবে এটা আমার ভাবনায় ছিলোনা। শেষ পর্যন্ত অভিনয় করছি। আমার চরিত্রটি আমার কাছে ভীষণ ভালোলেগেছে। পুরো ইউনিট ভীষণ আন্তরিক। এতে অন্যান্য যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে যথেষ্ট মনোযোগ দিয়ে অভিনয় করছেন। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে।’

এদিকে কিছুদিন আগেই ওআইসি (অরগানাইজেসন অব ইসলামিক কোঅপারেসন) ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ফাইনাল রাউ-ের জন্য তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করে। জুরি বোর্ডের বিচারক হিসেবে কাজ করছেন তিনি। কিছুদিন আগে শাহনূর নিজেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন। এরইমধ্যে শাহনূর গেলো ঈদে তার ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন। ঈদের পর করোনা’র প্রকোপ আবার বেড়ে যাওয়ায় সচেতনতার মধ্যদিয়েই তিনি ফিল্ম অ্যাওয়ার্ড’র সদস্য হিসেবে কাজ করবেন।

এরইমধ্যে শাহনূর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ‘একটি বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘একটি বাংলাদেশ’র গল্প ভাবনা শাহনূরের নিজের। এর সংলাপ রচনা করেছেন কমল সরকার। এটি নির্দেশনা দিয়েছেন শাহনূর নিজেই। আর এটি নির্দেশনার মধ্যদিয়েই একজন পরিচালক হিসেবে নাম লেখালেন শাহনূর। অন্যদিকে ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’র সংলাপ রচনা করেছেন কমল সরকার। নির্মাণ করেছেন তাজু কামরুল। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শাহনূরের সহশিল্পী হিসেবে আছেন গুনী অভিনেতা আরমান পারভেজ মুরাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ