এ প্রজন্মের সংগীতশিল্পী মোহাম্মদ মিলন। ‘সখি ভালোবাসা কারে কয়’ গানটির মাধ্যমে শ্রোতাদের মন কেড়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি বেশ কিছু গানে সুরও করেছেন। তার বেশ কিছু গান পেয়েছে দর্শকপ্রিয়তা। সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। শিরোনাম ‘প্রেম প্রেম লাগে’। মুরাদ নূরের সুরে গানের কথা লিখেছেন প্লাবন কোরেশী।
‘প্রেম প্রেম লাগে’ গানের মিউজিক্যাল ফিল্মটি ০৬ তারিখ (রবিবার) বিকাল ৫ টায় প্রকাশ করা হবে সাউন্ডটেকের ব্যানারে। এতে মডেল হয়েছেন রিপন খান, ইশরাত জাহান, মুক্তা হাসান ও তানবীর। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক সায়মন তারিক।
এ প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, ‘তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে মিলন খুবই ভালো করছে। বাতিঘর মুভিওয়ালা প্রযোজিত ‘প্রেম প্রেম লাগে’ শিরোনামের গান শনিবার বিকেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ পাবে। আশা করছি দর্শক পছন্দ করবে।’
Leave a Reply